সংবেদনশীল রোগীদের জন্য হটলাইন চালু করলো “মন-ঘর”
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
১০-ই সেপ্টেম্বর “বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস” উপলক্ষ্যে তিনদিন ব্যাপী আমাদের গণ সচেতনতা সৃষ্টির প্রোগ্রামগুলো আজ শেষ হলো, এবারের প্রতিপাদ্য বিষয়ের সাথে সাজুয্য রেখেই আমরা আমাদের প্রতিটি সেমিনার আয়োজন করেছিলাম, এবার-ই প্রথম সংবেদনশীল মানসিক রোগীদের জন্য “মন-ঘর” এর পক্ষ থেকে HOT LINE Numbers সংযোজিত হলো,কতিপয় অভিজাত এলাকা(গুলশান,বনানী, বারিধারা, বসুন্ধরা, উত্তরা)-র ভূক্তভোগী অভিভাবকগণ সর্বদা হটলাইনের প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের তাগিদ দিচ্ছিলেন, আশা করি আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।
সেইসাথে অপেক্ষাকৃত সমাজের গরীব ও অনগ্রসর অংশের (Underprivileged Groups) জন্য Proshanti Rehabilitation Centre -এ চিকিৎসা ও পূনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে।
আমরা সাইকিয়াট্রিস্ট স্টিভেন মফিক এর দেয়া ইংরেজি বর্ণমালার Vowels গুলো মনে রেখে কিভাবে নিজেকে অন্যের জন্য উৎসর্গ করে নিজের দুঃখ কষ্ট ভোলা যায়, সে বিষয়ে ধারনা পেয়েছি —
a – Altruism
e – Empathy
i – Introspection
o – Openness
u – Understanding
y – Why?
Dr Moffic is an award-winning psychiatrist who has specialized in the cultural and ethical aspects of psychiatry. A prolific writer and speaker, he received the one-time designation of Hero of Public Psychiatry from the Assembly of the American Psychiatric Association in 2002. He is an advocate for mental health issues related to climate instability, burnout, Islamophobia, and anti-Semitism for a better world. He serves on the Editorial Board of Psychiatric Times™.