সূচীবায়গ্রস্থতা যখন ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি হয়, কি করবেন?
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
নাস্তিক্যবাদী ব্লগারদের অবাধ ইন্টারনেট ভিত্তিক নানাবিধ গ্রুপের প্রসারের প্রভাব এবং পুঁজিবাদী ও ভোগবাদী জীবনে অভ্যস্ত থাকতে থাকতে এক শ্রেণীর আস্তিক মানুষের মাঝেই কিছু ‘Anti religious Obsessive Thoughts’- এর প্রকোপ দেখা যাচ্ছে, যদিও বা তারা তা বিশ্বাস করেনা কিন্তু পালাক্রমে নাস্তিক ব্লগারদের লেখা পড়ার কারনে এবং নিজ ধর্ম নিয়ে গভীর জ্ঞান না থাকার জন্য এমন ভাবনা সমূহ স্বাভাবিকভাবেই তাদের মনে উঁকি দেয়। পক্ষান্তরে কিছু ধার্মিক মানুষের মাঝেও হঠাৎ এ ধরনের বাধ্যগত দূর্দমনীয় অশুভ ভিত্তিহীন চিন্তার আবির্ভাব হতে পারে, যা সূচীবায়গ্রস্থ রোগের একাংশ, এতে সে অস্থির ও বিচলিত হয়ে পড়ে কারন চিন্তাটি একটি অধর্মীয় বা সম্পূর্ন ধর্ম বিরুদ্ধ মতের সাদৃশ্যসম চিন্তা। ইহাদের “INTRACTABLE BLESHPHEMIC THOUGHT” বা ‘THOUGHTS OF PROFANITY’ বলা হয়, যেমন—Is Religion Man-made? (May ALLAH forgive us)অর্থাৎ ধর্ম কি মানব সৃষ্ট ? (নাউজুবিল্লাহ)আসুন এ ক্ষেত্রে আমরা কিভাবে তা বিশ্লেষণ করবো, সে প্রসঙ্গে আলোচনা করি —প্রথমেই তাকে অভয় দিয়ে সান্ত্বনা দিতে হবে যে, তুমি একাই কেবল এ ধরনের চিন্তার বাহক নও, এমন-টা হচ্ছে এবং হতেই পারে। I would like to begin with saying that you are not alone in experiencing this as intrusive thoughts are very common. Sometimes dealing with your thoughts as they arise can be challenging. How we directly manage the thoughts we have – specifically whether we choose to act upon them or not – is crucial.“Actions are (judged) by intentions” [Bukhari]. মোটা দাগে যার সরলীকরন বাংলা হচ্ছে- ‘ নিয়ত গুণে বরকত ‘। Allah (SWT) is the Most Merciful and also the All-Knowing, therefore He is fully aware of the state of your heart. When experiencing doubts in our faith, we tend to question our love for Allah (SWT) and our own sincerity. Yet, it is important to remember that even the best of Muslims such as the companions (may Allah (SWT) be pleased with them), experienced intrusive thoughts that they were worried about. As a result of their concerns, they approached the Prophet (ﷺ) for advice saying:“O Messenger of Allah (SWT), sometimes we have these thoughts, we hate having those thoughts, we would never dare to speak of them, and we just want them to go away.”