World Book Day
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
আজ “বিশ্ব গ্রন্থ দিবস” বা “World Book Day” …
ইদানিং বাচ্চাদের হাতে হাতে মোবাইল ছাড়াও দেখা যায় নানা রঙের নানা ঢংয়ের ডিভাইস,যান্ত্রিকতাবাদী জীবন (Mechanical Life Styles)যাত্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছে আমাদের শিশুদের একটা বিরাট অংশ, ওদের সাথে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়না, কর্মজীবি পিতামাতার পক্ষেও সদা ওদের চোখে চোখে রাখা সম্ভব হয়ে ওঠেনা; ফলে তাদের সামাজিক দক্ষতা অর্জনের ক্ষমতা কমছে, শিষ্টাচার ও নীতি নৈতিকতারঅভাব পরিলক্ষিত হচ্ছে তাদের ব্যবহার বিধি ও আচরণে। নগরকেন্দ্রীক সভ্যতায় খেলার মাঠ ও বৃক্ষ সুশোভিত পার্কের অভাব তো রয়েছেই ; যা আমাদের শিশুদের ঘরকুনো ও “Device Centric” করে দিচ্ছে। এমতাবস্থায় পাড়ায় মহল্লায় বৃহদাকার সরকারী অফিসের ছাদগুলোকে ‘Roof top field’ করা যেতে পারে, সাথে থাকবে সবুজবীথি আর বৃক্ষরাজী।ছাদের দেয়াল ঘেষে এক কোনে থাকবে চিত্তাকর্ষক বিভিন্ন বইয়ের সমাহার অর্থাৎ একটি করে ‘Lucrative Mini Library’ বা ক্ষুদে গ্রন্থাগার।