“বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মনঘর-এর পক্ষ থেকে শরিয়তপুর ও মাদারিপুরের বন্যা ও নদী ভাংগনে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান”

অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দূর্যোগ মানব মনের ওপর বিরুপ প্রভাব ফেলে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অসহায় মানুষদের মানসিক স্বাস্থ্যের দিকটি বিবেচনায় রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে “মন-ঘর”-এর অভিজ্ঞ সদস্যগণ বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসক ডঃ এম এস কবীর জুয়েল এঁর তত্ত্বাবধানে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ০৯/ ১০/১৮ হতে ১১/১০/১৮ ইং পর্যন্ত আমরা  ভিডিও কনফারেন্সিং-এ সেবা প্রদান অব্যাহত রাখবো। আপনার আত্মীয়, বন্ধু এবং পরিচিতদের বিষয়টি জানান ও বন্যায় ক্ষতিগ্রস্ত হতাশাগ্রস্থ মানুষগুলোকে পুনরায় মনোবল অর্জনে সহায়তা করুন।
শরিয়তপুরস্থ নড়িয়া-র ‘টুম্পা পাইন’-এর সম্মতিতে আমরা তাকে উপস্থাপিত করলাম, সে ভাংগন কবলিত এলাকা থেকে আমাদের মনঘর টিম মেম্বারদের মাধ্যমে টেলিসাইকিয়াট্রি-র সহায়তা নিচ্ছে —

 

 

 

টেলিসাইকিয়াট্রি -র জন্য যোগাযোগের মোবাইল নং  +8801732823868 ; +8801916579421

বিস্তারিত জানতেঃ

টেলি-সাইকিয়াট্রি