বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৮
আজ ১০ই অক্টোবর, রোজ বুধবার, ২০১৮ ইং “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উপলক্ষে Sanofi Bangladesh Limited -এর সৌজন্যে একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ” পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য “। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসক ডঃ এম এস কবীর জুয়েল।
উত্তরা ১৩ নং সেক্টর এ অবস্থিত Crossroad Restaurant and Lounge এ আজ বিকাল ৪ ঘটিকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আপনারা সাদরে আমন্ত্রিত এবং আগ্রহীদের ফ্রি রেজিস্ট্রেশন করতে আহবান জানানো হচ্ছে।
রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগের নাম্বারঃ +8801732823868 ; +8801916579421
সময়ঃ বিকাল ৪ ঘটিকা।
স্থানঃ Crossroad Restaurant and Lounge, 40 Gareeb E Newaz Avenue, Sector 13, Uttara, Dhaka.