‘মন-ঘর’ টিম বৈষম্য বিরোধী আন্দোলনে নির্দয়ভাবে নিহত “রাতুল” এর পরিবারকে খুঁজছে…

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

The “Mind Home Team”, searching ‘Ratul’s family to provide them all kinds of facilities. Those policemen must be arrested and sent to prison. উত্তরা শহীদ ৯২ জনের অনেক বেশি হবে। উত্তরায় আন্দোলনে শুধু স্থানীয়রা ছিল না এখানে গাজীপুর টঙ্গী, উত্তরখন, দক্ষিণখান, ময়নারটেক থেকে লোক এসে আন্দোলন করেছে এবং শহীদ হয়েছিল। যে কারণে গুলি খাওয়ার পর শহীদদের লাশ দূর দূরান্তে চলে গেছে। যার হিস্টোরিটা নেই। হাসপাতাল গুলোতে সবার ডকুমেন্ট রাখেওনি। আবার থাকলেও তারা তখন সঠিকটা প্রোভাইড করেনি। শুধু কুয়েত হাসপাতালে ১৮ জুলাই ৬০জনের উপরে লাশ জমা হয়েছিল। রাত ১২ টার সময়ও ২২ টা লাশ পরেছিলো কেউ নিতে আসেনি। কারণ এই সমস্ত লোক অনেক দূর দূরান্ত থেকে এসেছে যাদের পরিবার জানতোই না যে এরা শহীদ হয়েছে। এরকম বাংলাদেশ মেডিকেল, ক্রিসেন্ট, মনসুর আলী, আইসি সহ বিভিন্ন হাসপাতালে লাশ পড়েছিল। সঠিক হিসাবটা পাওয়া গেলে উত্তরায় শহীদের সংখ্যা দুইশত কাছাকাছি হবে।https://www.facebook.com/share/p/1E2h9echPg/

Leave a Comment