প্রান্তিক গোষ্ঠীর জন্য গড়ে তোলা হয়েছিলো খিঁলগাও-এর Proshanti Rehabilitation Centre .
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
প্রান্তিক গোষ্ঠীর জন্য গড়ে তোলা খিঁলগাও-এর Proshanti Rehabilitation Centre মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি এখন আর এ সূদ – ঘুষের যুগে এসে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারছেনা, অথচ আজ হতে মাত্র ৬ বছর আগেও নিম্নবিত্তদের জন্য গড়ে তোলা এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি শত সীমাবদ্ধতা ডিঙিয়ে ২য় স্থান অর্জন করেছিলো। বড় বড় অট্টালিকা বা এম্পায়ার দালান সম সকল আয়েসী সুবিধের Addiction Centre যেমন আমাদের প্রয়োজন রয়েছে, তেমনি গরীব মুটে মজুর খেটে খাওয়া মানুষদের বখে যাওয়া মাদকাসক্ত ছেলেটির প্রতিও সমাজের সম দায়িত্ব রয়েছে, ঢাকায় সরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাত্র ১ টি যা তেঁজগাও শিল্পাঞ্চলে অবস্থিত, ওখানকার আসন পূর্ণ হলেই নিম্নবিত্তদের জন্য আর যাবার স্থান থাকেনা, অনেকে আবার ওখানকার সব নিয়ম মেনে ভর্তি হতেও পারেনা, তাই বসতির মানুষদের ছেলে মেয়ে গুলোর জন্য রাজধানীর বিভিন্ন স্থানে যে কেন্দ্রগুলো রয়েছে তাদের সাবসিডি সহ সকল আর্থিক অনুদান দিয়ে আরো কিছু প্রনোদনা সরকারী বেসরকারী পর্যায় থেকে জোগাড় করে মানোন্নয়ন কর্মসূচি প্রয়োজন।