জুয়াড়ি গেম প্রডিউসার আর অস্ত্র ব্যবসায়ীদের কাছে মনোচিকিৎসকগণ অসহায়।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

এবার আরেকটি বর্বরতম ঘটনা ঘটলো টেক্সাসের একটি নামি দামী স্কুলে, কিন্তু কেন বার বার এমন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানময়,উন্নতির শীর্ষে অবস্থানরত এ দেশটিতে…
গত দশ বছরে নয়শো-র বেশি স্কুলে সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে…..গত বায়ান্ন বছরে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে এভাবে নির্বিচারে গুলিতে প্রাণ গেছে দুই শতাধিক শিশুর।
Violent video Games, Bully Games, Porn Games, Atheism Games etc সব ধরনের সাইবার গেমস -এ ডুবে থাকা শিশু কিশোরদের একটা অংশ Observational Learning এর মাধ্যমে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে বলে অনেকেই মতামত দিচ্ছে, সেইসাথে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রন আইনের ফাঁক গলিয়ে এ সব কিশোরদের হাতে চলে যাচ্ছে ভারী অস্ত্র;
MORAL EDUCATION এর অভাব তো রয়েছেই…..
এবার হত্যাকান্ডের শিকার হলো নিরাপরাধ ১৯টি শিশু, আর হত্যাকারী কিশোর(Salvador Ramous)-র বয়স ২১, সমগ্র আমেরিকা স্তম্ভিত, এ ঘটনার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক অবক্ষয় ও অস্ত্র আইনের শিথিলতা স্পষ্ট হয়েছে।
পূর্বেকার মতোই American Psychiatric Association (APA) তাদের মূল্যবান বিশ্লেষণ ব্যক্ত করেছে এবং সরকারকে সুপারিশ করেছে, কিন্তু ইতোপূর্বে ট্রাম্প প্রশাসন সে পরামর্শ বাস্তবায়ন করেনি, দেখা যাক বাইডেন প্রশাসন কতোটুকু আন্তরিক হন, জগৎ জুড়ে অস্ত্রবাজ আর জুয়াড়ীদের খেলা চলছে…. মনোচিকিৎসক হিসেবে আমরা অসহায়।
“People with mental illness are more likely to be the victims of violence than perpetrators, but mass shootings are often incorrectly associated with psychiatric illnesses. Psychiatrists can help educate the public about evidence-based strategies that reduce gun violence.
Only 4% of the violence that occurs in the United States can be attributed to people with mental illness, yet when incidents of gun violence occur, they are almost immediately associated with psychiatric illnesses.

Words such as “psycho,” “crazy,” and “insane” are often used in media coverage of events such as mass shootings, explained Dhruv Gupta, M.D., a PGY-3 psychiatry resident at the Icahn School of Medicine at Mount Sinai Hospital. That media coverage perpetuates a stigma that people with mental illness are inherently dangerous was addressed by Gupta and his colleagues during the session “Why Blaming Violence on Mental Illness Is Misleading: A Call for Multifaceted and Evidence-Based Strategies to Reduce Gun Violence” at APA’s online 2021 Annual Meeting in May.” —-APA(American Psychiatric Association).

https://www.facebook.com/100000050663927/posts/pfbid0RitNq9DfWBxBgdzFoz2ffGWWaga1HDG2BQYtgu39yQEN66uFXTjqMggJSpjzvw46l/

Leave a Comment