Skip to content
“মাদককে ঘৃণা ও বর্জন করুন, মাদকাসক্তকে নয়; সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে মাদকাসক্তের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন”
মাদক, ইন্টারনেট ও গেম আসক্তি(Addiction) ও বয়ঃকালীন আবেগজনিত মানসিক সমস্যাসমূহঃ
- হঠাৎ আচরনে ও দৈনন্দিন কার্যাবলীতে অস্বাভাবিকতা দেখা দেওয়া এবং ক্রমশ অসামাজিক হয়ে উঠা।
- নতুন নতুন মাদক বন্ধুর আবির্ভাব হয়।
- ঘুমের প্যাটার্ন পরিবর্তন, দিনে ঘুমানো ও রাতে জেগে থাকা।
- নেশার টাকা জোগাড়ের জন্য মিথ্যা বলা ও ছল চাতুরীর আশ্রয় নেওয়া।
- পরিবারের সদস্যদের সাথে নিয়মিত ওয়াদা ভঙ্গ করা।
- মাত্রাতিরিক্ত ক্রোধ/অভিমান, অভিভাবককে জিন্মি করা, আত্মহননের ভয় দেখানো, হঠাৎ বিমর্ষ হওয়া ও নিরিবিলি থাকতে চাওয়া।