নইলে এ প্রজন্ম তাদের ক্ষমা করবে না।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
অবশেষে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত থাকায় কলাবাগান- এর তেঁতুল তলা মাঠ থেকে থানা সরানোর অংগীকার করেছে কতৃপক্ষ এবং ইহাকে বাচ্চাদের মাঠ হিসেবে ব্যবহার করতে অনুমতি দেয়ার চিন্তা করছে। একটি সভ্য সুশীল দেশে শিশুদের চিত্ত বিনোদনের চিন্তা ও পরিকল্পনা প্রতিটি নাগরিকের-ই থাকা উচিৎ; অদ্ভুত আৃমাদের এ দেশ, বিচিত্র চিন্তায় নিমগ্ন এ দেশের নীতি নির্ধারকগণ, এখানে রক্ষকরাই ভক্ষক, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব দখল ঠেকানো, সেটা নদী -নালা-খাল-বিল-বন কিংবা শাহর কেন্দ্রীক মাঠসমূহ — যাহা ই হোক না কেন, এ মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পুলিশ ভাইদের, তারা কেন রাজনৈতিক ক্যাডারদের সাথে গাঁটছড়া বাঁধবেন? তারা কেন এ হেন অনৈতিক রাজনৈতিক সিদ্ধান্তে সহায়তা করবেন? তাদের ও তো সন্তান রয়েছে, তাদের বাচ্চাদের জন্য কি মাঠ প্রয়োজন নেই? আমার চেম্বারে Cyber addicts (Violent Gaming,Internet Gambling, Excessive Social network users etc) বাচ্চাদের নিয়ে আমি খুব বিপদে পড়ি, কাউন্সিলিং এ যখন Indoor ও Outdoor খেলার রুটিন করে দেই; নিত্যই তাদের একটি প্রশ্নের সম্মুক্ষিন হতে হয় আমাকে — Uncle কোথায় খেলবো????আমি এর কোন উত্তর দিতে পারিনা, আমরা চিকিৎসক আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যারা আইন প্রণয়ন করে, যারা আইনের বাস্তবায়ন ঘটায়, তাদের তো এ বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে, নইলে এ প্রজন্ম তাদের ক্ষমা করবে না।