অতিমারী-কে মানিয়েই শিক্ষাব্যবস্থাকে পূনঃবিন্যাস করতে আমাদের “মন-ঘর”, Eblity, -এর কাজ করে যাচ্ছে….

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

অতিমারী-র ছোবলে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্থ ; ইউনিসেফ-এর তথ্যানুযায়ী সর্বাধিক সময়(Nearly 64 weeks) স্কুল বন্ধের রেকর্ড ছিলো বাংলাদেশের, এ অবস্থায় শিশুদের মানসিক বিকাশ ব্যহত হচ্ছিলো,সেইসাথে শিশু কিশোরদের বিরাট অংশ বিপথগামী(Various types of Cyber Addiction) পথে এগিয়েছে, অতিমারীকে মানিয়ে নিয়ে ক্লাশরুম সেটিং -এ এগিয়ে গেছে অনেক দেশ ও সংস্থা, মহামারী বা অতিমারী যা বলেই ইহাকে অভিহিত করিনা কেন,
It seems Again the great Challenge to re-establish our academic programmes..
এর প্রভাবে পুনঃ রায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতে পরিণত হতে যাচ্ছে– আমাদের শিক্ষা ব্যবস্থা ; Let’s Re-think about our Education System & save our Children.
Inviting all staffs of “The Mind Home” to participate tomorrow(29th Jan) around 3:15 pm.
For details Contact with our Coordinator Mr. Kawser Ahmed.
আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথম দিকে Online classes বেশ কিছুদিন চালিয়েছে,পরবর্তীতে
এ Pandemic – মোকাবিলায় তারা তাদের শিক্ষার্থীদের Physically Class এর জন্য নব্য পদ্ধতি উদ্ভাবন (By reforming infrastructure) করেছে, যা সামাজিক দূরত্ত ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থাপনা সম্পন্ন ;… আমাদেরও ওদের অনুকরণ করতে হবে…
http://drkabirjewel.com/2021/10/18/think-global-be-global/

Leave a Comment